ভারতে শিক্ষকদের জিনস-টিশার্টে নিষেধাজ্ঞা
প্রকাশ: ২০১৭-০৪-০৬ ১৬:৩৩:০২
ভারতের উত্তরপ্রদেশের সরকারি কলেজগুলোতে জিনস ও টিশার্ট পরে শিক্ষকরা আর ক্লাস নিতে পারবেন না। সম্প্রতি রাজ্য সরকার এ আদেশ জারি করেছে। খবর এই সময়ের।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মার্জিত পোশাক পরে নির্দিষ্ট সময়ে আসতে হবে। কোনো শিক্ষক কিংবা শিক্ষাকর্মী কোনোভাবেই কলেজে জিনস ও টিশার্ট পরতে পারবেন না। তবে কর্মস্থলের বাইরে তারা নিজের পছন্দ অনুযায়ী পোশাক পরতে পারবেন।
শিক্ষকরা নিয়মিত এবং নির্দিষ্ট সময়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আসছেন কী না- তা নজরে রাখতে রায়োমেট্রিক সিস্টেম চালু করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশের রাজ্য সরকার। ক্ষমতাগ্রহণের পর স্কুল-কলেজ চত্বরে পানের দোকান বন্ধেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।