লুজারের শীর্ষে ইসলামী ব্যাংক

প্রকাশ: ২০১৭-০৪-০৮ ১৬:০২:৫৬


islami-bankসমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৫.০৯ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ১৮ কোটি ৪১ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৯২ কোটি ৮ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ফারইষ্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১২.৪১ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১ কোটি ৮২ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৯ কোটি ১০ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর ১১.০৬ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৭ কোটি ১২ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩৫ কোটি ৬৪ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল ফিড মিলে ১০.২৮ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসে ১০.২৫ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সে ১০ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সে ৯.৪৭ শতাংশ, এবি ব্যাংকে ৯.৩৬ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে ৮.৫৭ শতাংশ এবং আইএফআইসি ব্যাংকে ৮.৫৪ শতাংশ দর কমেছে।