বাংলাদেশের মানুষকে নববর্ষের শুভেচ্ছা মোদির
প্রকাশ: ২০১৭-০৪-০৮ ১৭:০৮:৩০
বাংলাদেশের মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার হায়দরাবাদে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ শুভেচ্ছা জানান তিনি। এসময় শেখ হাসিনাও ভারতের মানুষকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানান।
মোদি বলেন, প্রধানমন্ত্রী আপনি এমন একটি সময় ভারত সফর করছেন, যে সময়টি পহেলা বৈশাখের ঠিক আগে। আমি বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানানোর এ সুযোগটি নিতে চাই। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, শুভ নববর্ষ।
এর আগে নয়াদিল্লি হায়দরাবাদ হাউজের ডেকান সুইটে বৈঠকে বসেন দুই দেশের প্রধানমন্ত্রী। স্থানীয় সময় দুপুর ১২টার দিকে বৈঠকটি শুরু হয়। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়। পরে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রতিরক্ষা, ঋণ, মহাকাশ, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে অন্তত ২২টি চুক্তি ও ৪টি সমঝোতা স্মারক সই হয়েছে।
এর আগে সকালে ভারতের রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। এর মধ্য দিয়ে শেখ হাসিনার সফরের আনুষ্ঠানিক পর্ব শুরু হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।