স্বামীর মৃত্যুর খবর পড়লেন সংবাদ পাঠিকা

প্রকাশ: ২০১৭-০৪-০৯ ১০:১৩:১৬


Supriteeঅনএয়ারে একের পর এক সংবাদ ডেলিভারি দিয়ে যাচ্ছিলেন সংবাদ পাঠিকা। হঠাৎ নিউজ রুমে খবর আসে একটি সড়ক দুর্ঘটনার। যে ঘটনায় ৩ জন নিহত হন এবং নিহতদের মধ্যে ওই সংবাদ পাঠিকার স্বামীও রয়েছেন। একজন পেশাদার সংবাদ পাঠিকা হিসেবে নিজেকে নিয়ন্ত্রণ করে খবর পড়লেও বুলেটিন শেষে কান্নায় ভেঙ্গে পড়েন।

ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড়ে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে আইবিসি-২৪ চ্যানেলে খবর পড়ছিলেন সুপ্রীত। ওই সময় একজন রিপোর্টার মহাসামুন্দ জেলার পিথারা এলাকায় একটি মারাত্মক সড়ক দুর্ঘটনার খবর জানান।

দুর্ঘটনায় পড়া রেনোয়া ডাস্টার গাড়িটির পাঁচ যাত্রীর মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। যদিও ওই সময় রিপোর্টার হতাহতদের পরিচয় জানাতে পারেননি। কিন্তু সুপ্রীতের মন ঠিকই টের পেয়েছিলো নিহতদের মধ্যে তার জীবন সঙ্গী রয়েছেন।

কারণ সুপ্রীত জানতেন, তার স্বামীরও ওই সময় একই কোম্পানির গাড়িতে করে চার সহযাত্রী নিয়ে ওই পথে যাওয়ার কথা।

সুপ্রীত কঠোর ভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করে সংবাদ পাঠ শেষ করে কান্নায় ভেঙে পড়েন।