বেডরুম থেকে আওয়াজ, প্রতিবেশীকে চুপ করাতে ৪৫ লাখ টাকা!

প্রকাশ: ২০১৭-০৪-০৯ ১০:৪২:০১


Cluniবেশ কয়েক দিন ধরে বেশ আওয়াজ হচ্ছিল। বহুবার অভিযোগ করলে তাতে কান দেননি হলিউড অভিনেতা জর্জ ক্লুনি ও তাঁর স্ত্রী অ্যামাল ক্লুনি। বাধ্য হয়ে তাই লিখিত অভিযোগের বিষয়ে চিন্তাভাবনা শুরুই করেছিলেন প্রতিবেশী দম্পতি। কিন্তু, তার আগেই চমক।

ঘরের শব্দের ক্ষতিপূরণ হিসেবে প্রতিবেশীকে দেন ৪৫০০০ ব্রিটিশ পাউন্ড (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ লাখ টাকা) এর হলিডে প্যাকেজ উপহার দিলেন হলিউডের তারকা দম্পতি। কোরফু আইল্যান্ডে লাক্সারি এই ছুটি উপভোগ করবেন ক্লুনিদের প্রতিবেশী জন গ্রুভ ও তাঁর স্ত্রী ক্লেয়ার।

কিন্তু, শব্দ কীসের? বাড়িতে বেশ কয়েক দিন ধরেই কাজ করাচ্ছেন ক্লুনি। আর তাতেই অতিরিক্ত আওয়াজ হচ্ছে। এর ফলে প্রতিবেশী বিরক্ত হচ্ছেন বুঝেই এই সিদ্ধান্ত ক্লুনিদের।