সাংবাদিকদের পেটানোর প্রকাশ্যে হুমকি শাবি ছাত্রলীগ নেতার

প্রকাশ: ২০১৭-০৪-০৯ ১২:৩৭:১২


sustপুনরায় সাংবাদিকদের পেটানোর হুমকি দিয়েছেন শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃণ্ময় দাশ ঝুটন। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে তিনি প্রকাশ্যে এ হুমকি দেন। তিনি শাখা ছাত্রলীগ সভাপতি পার্থের অনুসারী।
তিনি তার ফেসবুক আইডি থেকে উল্লেখ করেন, ছাত্রলীগকে পুনরায় জড়ানোর চেষ্টা করলে কোনো প্রতিবাদ সমাবেশ নয় এখন থেকে শুধু মাইর হবে মাইর। অথচ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের নির্দেশেই গতকাল দুই সাংবাদিককে পেটায় তার কর্মীরা।
উল্লেখ্য, গতকাল শনিবার সিলেট নগরীর দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করার জের ধরে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক অবজারভারের সিলেট প্রতিনিধি সরদার আব্বাস আলী ও সহ-সভাপতি ও দৈনিক সকালের খবরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৈয়দ নবীউল আলম দিপুকে মারধোর করে শাখা ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের অনুসারীরা।