‘ভাবছিলাম সকলের সামনে তুমি বলব’
আপডেট: ২০১৭-০৪-০৯ ১৮:১৯:২৭
নয়া দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে শনিবার নৈশভোজে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরই এক ফাঁকে কথা হয় শেখ হাসিনা ও মমতা ব্যানার্জির। সেখানে মমতাকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, ‘সকালে আমাকে আপনি বলছিলে। তুমি আবার আমাকে আপনি বলতে শুরু করলে কবে?’
জবাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘ভাবছিলাম সকলের সামনে তুমি বলব!’
রাষ্ট্রপতি ভবনের ওই নৈশভোজে ছিল চানাচুর, মুড়ি ও মিষ্টির ব্যবস্থা। এর আগে এই দুই বাঙালি নেত্রীর জন্য হায়দরাবাদ হাউসে মধ্যাহ্নভোজের তালিকায় ছিল বাঙালি ছোঁয়া।
বাঙালি রসনার কথা মাথায় রেখে ছিল মুরগির মাংস ও গন্ধরাজ লেবু দিয়ে ভেটকির পদ। অন্যদিকে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য ছিল লুচি, বেগুনভাজা ও পটলভাজা।