‘আবু ইভানকা’ নামে ট্রাম্প
প্রকাশ: ২০১৭-০৪-০৯ ১৯:১১:৩৭
সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করছেন অনেক আরব নাগরিক। তাঁরা সাদরে ট্রাম্পের ডাকনামও দিয়েছেন। যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফ পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী আরব নাগরিকদের মধ্যে কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পকে সম্মান দেখিয়ে ‘আবু ইভানকা’ বা ইভানকার বাবা নামে অভিহিত করছেন।
কোনো কোনো আরব আবার ট্রাম্পকে ‘আবু ইভানকা আল-আমেরিকি’ নামেও অভিহিত করছেন।
মার্কিন প্রেসিডেন্টের মেয়ের নাম ইভানকা ট্রাম্প। ৩৫ বছর বয়সী ইভানকার ফ্যাশন ব্র্যান্ডের ব্যবসা আছে। ট্রাম্পের সহকারী হিসেবে ইভানকার যোগ দেওয়ার বিষয়ে সম্প্রতি বিবৃতি দেয় হোয়াইট হাউস। এ কাজে কোনো পারিশ্রমিক নেবেন না তিনি। আর ইভানকার স্বামী জ্যারেড কুশনার ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।
বাশারবিরোধী আরব নাগরিকেরা ট্রাম্পকে তাঁর পদক্ষেপের জন্য ধন্যবাদ দিচ্ছেন। তাঁর প্রশংসা করছেন। তাঁর প্রতি ভালোবাসা জানাচ্ছেন।
সামাজিক মাধ্যম ব্যবহারকারী এক ব্যক্তি ট্রাম্পের ছবি ফটোশপ করে তাঁর মাথায় ঐতিহ্যবাহী ফেজ টুপি বসিয়ে দিয়েছেন। ছবির নিচে আরবিতে লিখেছেন, ‘আমরা তোমাকে ভালোবাসি’।
সামাজিক মাধ্যমে ট্রাম্পের সমালোচনাকারীও আছেন। এ ঘরানার আরব নাগরিকেরা ট্রাম্পের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।
সিরিয়ার হোমস প্রদেশে সরকারি বাহিনীর শায়রাত বিমানঘাঁটিতে গত শুক্রবার ভোরে ৫৯টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ে যুক্তরাষ্ট্র।
মার্কিন কর্তৃপক্ষ বলছে, গত মঙ্গলবার সিরিয়ার ইদলিবে ‘রাসায়নিক গ্যাস’ হামলার শাস্তি হিসেবে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ওই গ্যাস হামলায় শিশুসহ অন্তত ৮৬ জন নিহত হয়।