সিরাজগঞ্জে বাস চাপায় দুই ভাইসহ নিহত ৩
প্রকাশ: ২০১৭-০৪-১০ ১১:৫১:০৭
সিরাজগঞ্জ সদর উপজেলায় বাস চাপায় দুই ভাইসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জ-ঢাকা সড়কের সদর উপজেলার বনবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী গ্রামের হাবিবুর রহমানের দুই ছেলে সোবাহান (৩৫), বেলাল হোসেন (৩৬) ও একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আল আমিন (২৬)।
গুরুতর আহত কামারখন্দ উপজেলার চৌবাড়ী গ্রামের হাবিবুর রহমান ও তার ছেলে হেলালকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চৌবাড়ী এলাকা থেকে সিএনজি অটোরিকশায় পাঁচ যাত্রী যমুনার চরে যাচ্ছিলেন। তারা বনবাড়িয়া এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাস ও বালু বোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুই ভাই সোবাহান ও বেলাল হোসেন এবং একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আল আমিন নিহত হন।
পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল নিয়ে আসে। গুরুতর আহত হাবিবুর রহমান ও তার ছেলে হেলালকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ফয়সাল আহমেদ জানান, দুর্ঘটনায় তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। গুরুতর আহত হাবিবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার উপপরির্দশক (এসআই) জয় দেব কুমার এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত তিনজনই অটোরিকশার যাত্রী।