বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি রফিকুল ইসলাম মিয়া

প্রকাশ: ২০১৭-০৪-১০ ১৩:৪৭:০১


Rafiqul-Islamবুকে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

রবিবার দিবাগত রাত সাড়ে ৮টায় ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে তিনি ভর্তি হন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মোকছেদুর রহমান আবীর। সেখানে সিসিইউেতে অধ্যাপক ডা. রাজীবুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন রফিকুল ইসলাম মিয়া।

জানা যায়, দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট ও হার্টের সমস্যায় ভুগছেন বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ এই সদস্য।