বৈধ উপায়ে টাকা পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান আরাস্তু খানের

প্রকাশ: ২০১৭-০৪-১০ ১৬:২৩:৫৪


Aratho Khanবৈধ উপায়ে দেশে টাকা পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব আরাস্তু খান। একই সঙ্গে হুন্ডি ব্যবসাকে দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর বলেও তিনি জানিয়েছেন।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আনকাসা হোটেলে রেমিট্যান্স হাউসগুলোর সম্মানে ইসলামী ব্যাংক আয়োজিত নৈশভোজে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান আরাস্তু খান। এ সময় ব্যাংক ও রেমিট্যান্স হাউসগুলোকে গ্রাহকদের বিশেষ স্কিমের আওতায় আনার জন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের লেবার কাউন্সিলর সায়েদুল ইসলাম মুকুল বলেন, অবৈধ পন্থায় টাকা পাঠানোর জন্য দায়ী ব্যক্তিদের দূতাবাসের মাধ্যমে আইনের আওতায় আনা হবে। অবৈধ পন্থায় টাকা না পাঠাতে প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার জন্য ব্যাংক ও রেমিট্যান্স হাউসগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান আশরাফ ঈমান, মালয়েশিয়া অগ্রণী রেমিট্যান্সের নির্বাহী কর্মকর্তা (সিও) মোহাম্মদ অলিউল্লাহ, ন্যাশনাল ব্যাংকের শেখ আকতার উদ্দিন আহমেদ, প্লাসিড এক্সপ্রেসের মোহাম্মদ হারুনুর রশিদ, সিটি ব্যাংকের মোহাম্মদ সাইদুর রহমান।

পরে নৈশভোজে যোগ দেন বিভিন্ন ব্যাংক ও রেমিট্যান্স হাউসের কর্মকর্তা-কর্মচারীরা।