বিরাটকে দেখতে বেঙ্গালুরুতে আনুস্কা

প্রকাশ: ২০১৭-০৪-১১ ১৫:১৯:৫১


Anuska.Viratগত সপ্তাহে শুরু হয়েছে আইপিএলের দশম আসর। কিন্তু এখনও মাঠে নামতে পারেননি রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। কাঁধে চোটের ইনজুরিতে ম্যাচের বাইরে তিনি। অসুস্থ বিরাটকে দেখতে বেঙ্গালুরু’তে গেলেন প্রেমিকা আনুস্কা শর্মা।
বেশকিছু মিডিয়ায় আনুস্কা-বিরাটের বেঙ্গালুরুতে পৌছানোর ছবি প্রকাশিত হয়েছে। মানসিক ভাবে বিরাটের পাশে থাকতেই বেঙ্গালুরু গিয়েছেন নায়িকা। হয়তো পরের ম্যাচে মাঠে নামবেন বিরাট।
একটা সময় ক্রিকেটে বিরাটের খারাপ পারফরম্যান্সের জন্য দায়ী করা হয়েছিল আনুস্কাকে। গ্যালারিতে নায়িকার উপস্থিতির কারণেই নাকি খারাপ ফর্ম ছিল বিরাটের।
কিন্তু সে সব সমালোচনাকে একেবারে উড়িয়ে দেন বিরাট। সে সময় তিনি বলেন, যারা আনুস্কাকে নিয়ে অভিযোগ করছেন তাদের লজ্জা হওয়া উচিত। ও সব সময় আমাকে সাপোর্ট দিয়েছে। খবর ইন্ডিয়া টুডে।