নতুন মেশিন স্থাপনে চুক্তি করেছে প্রিমিয়ার সিমেন্ট
প্রকাশ: ২০১৭-০৪-১২ ১১:২০:০৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্টের পরিচালনা পর্ষদ নতুন মেশিন স্থাপন করবে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি চুক্তিও করে ফেলেছে ডেনমার্ক ভিত্তিক বহুজাতিক সাপ্লাইয়ার কোম্পানি এফএল স্মিথের সাঙ্গে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে জানা যায়, ভার্ডিক্যাল রোলার মিল স্থাপনে প্রিমিয়ার সিমেন্টের বার্ষিক মোট উৎপাদন ক্ষমতা ৫ মিলিয়ন টন বাড়বে। কোম্পানির বর্তমান বার্ষিক উৎপাদন ক্ষমতা ২৮ দশমিক ২০ লাখ টন। এই মেশিন স্থাপনে আরও যুক্ত হবে ৫০ লাখ টন। সব মিলে মেশিন স্থাপন হলে মোট বার্ষিক উৎপাদন হবে ৭৮ লাখ ২০ হাজার টন সিমেন্ট।
ডেনমার্কের এফএল স্মিথ কোম্পানিটি মূলত সিমেন্ট ও খনিজ শিল্পে আন্তর্জাতিকভাবে মেশিন ও ইকুইপমেন্ট সরবরাহ করে।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।