বিকালে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন

প্রকাশ: ২০১৭-০৪-১২ ১৬:২৮:২২


khaledaবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বিকালে জরুরি সংবাদ সম্মেলন করবেন। আজ বুধবার বিকাল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন সাবেক প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে অাসার আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত সোমবার দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন। বৈঠক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে আলোচনা হয়। ফলে আজ খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বক্তব্য থাকতে পারে।