যুক্তরাষ্ট্রে হিজাব পরায় আবারো মুসলিম নারী লাঞ্চিত

প্রকাশ: ২০১৭-০৪-১৩ ১০:১৭:০৯


Hijabযুক্তরাষ্ট্রে হিজাব পরায় আবারো লাঞ্চনার শিকার হয়েছেন এক মুসলিম নারী। গত সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকি শহরে নামাজ পড়তে যাওয়ার সময় এই বিদ্বেষমূলক হামলার শিকার হন ওই নারী।
ওই নারী জানান, এক ব্যক্তি গাড়ি থেকে নেমে এসে আমার ওপর হামলা চালায় এবং আমাকে পশুর মতো মারধর করে রক্তাক্ত করে। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। তার হিজাবও খুলে নেয়া হয়। বাড়িতে যাওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলে জানায় উইসকনসিন পুলিশ বিভাগ। খবর টাইমস অব ইন্ডিয়ার।