শাকিবকে দেখতে ছেলেকে নিয়ে হাসপাতালে অপু

প্রকাশ: ২০১৭-০৪-১৩ ১৬:৫৩:৪০


Sakib Companyশারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ল্যাব এইড হাসপাতালে ভর্তি আছেন চলচ্চিত্র অভিনেতা শাকিব খান। তাকে দেখতে হাসপাতালের পথে রওনা হয়েছেন তার স্ত্রী অপু বিশ্বাস।

অপুর সঙ্গে রয়েছেন তাদের সন্তান আবরাম খান জয়। জাগো নিউজকে জানালেন অপু। তিনি বলেন, ‘প্রথমে ভেবেছিলাম শাকিব হয়তো শিগগিরই বাসায় ফিরবে। এখন জানলাম তার চেকআপ ও সুস্থতার জন্য দেরি হবে ফিরতে। তাই ছেলেকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। সবাই শাকিবের জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, চিত্রনায়ক শাকিব খান আজ সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন। পরে আত্মীয় স্বজনের পরামর্শে দুপুর ১২ টার দিকে চেকআপ করানোর জন্য রাজধানীর ল্যাব এইড হাসপাতালে যান। হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে ইসিজি করেন এই নায়ক। আরও কিছু পরীক্ষা চলবে তার।