ডাচ্-বাংলা ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রকাশ: ২০১৭-০৪-১৩ ১৮:০২:২৮


dbblপুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার বন্ডের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই বন্ড রূপান্তরযোগ্য হবে না। বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এটি ইস্যু করা হবে।

এই বন্ডের লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। আর ট্রাস্ট্রি হিসেবে থাকবে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। বন্ডের অভিহিত মূল্য হবে ১ কোটি টাকা।

শুধু বাণিজ্যিক ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীরা এই বন্ডের জন্য আবেদন করতে পারবে।