ইবির পরিবহন দুর্ঘটনা: গুরুতর আহত ৯
প্রকাশ: ২০১৭-০৪-১৬ ১৭:০৯:০৩
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করা ভাড়া বাসের সাথে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।
এতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ প্রায় ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের সকালের শিফটের ফিরতি বাস কুষ্টিয়ার উদ্দেশ্যে ক্যাম্পাস ত্যাগ করে।
এসময় কুষ্টিয়া-খুলানা মহসড়কের ভাদালিয়া নামক স্থানে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের সাথে ক্যাম্পাসের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতের কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি। এর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে কুষ্টিয়া সদর হাসাপাতালের থাকা পুলিশের এস আই শাহজাদা নিশ্চত করেছেন।
সানবিডি/ইবি/তারিক/এসএস