ব্রিটেনের জলসীমায় রাশিয়ান যুদ্ধজাহাজ!

প্রকাশ: ২০১৭-০৪-১৭ ১১:৩৮:০৫


two-russian-warshipsরাশিয়ার দুটি যুদ্ধজাহাজ ব্রিটেনের জলসীমা ঘেঁষে যাচ্ছে। তাই এর উপর কড়া নজর রাখছে ব্রিটেনের যুদ্ধজাহাজ এইচএম এস সাউদারল্যান্ড। ব্রিটেনকে সুরক্ষিত রাখার সব বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির ডিফেন্স সেক্রেটারি মাইকেল ফ্যালন।

গতকাল রবিবার ইংলিশ চ্যানেলের কাছাকাছি চলে আসে ওই দুই রাশিয়ান যুদ্ধজাহাজ। এরপরপরই সেই দুটিকে লক্ষ্য করেই এগিয়ে যায় ব্রিটিশ রয়্যাল নেভি।

ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএম এস সাউদারল্যান্ডের কমান্ডার অ্যান্ড্রু ক্যানেল বলেন, একটি বিশেষ ইউনিটকে এ কাজে নিযুক্ত করা হয়েছে।
সম্প্রতি, আমেরিকার তরফে ন্যাটো কর্মকর্তা সতর্কবার্তা দিয়ে বলেন, বর্তমানে ইউরোপে রাশিয়ান নৌবাহিনীর চলাফেরা বেড়েছে।

কিছুদিন আগে কেমিক্যাল অ্যাটাক নিয়ে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়াকে সমর্থন করায় মস্কো সফর বাতিল করে দেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। এরপরই দুই দেশের সম্পর্কে ‘ছিড়’ ধরেছে।