বিএনপির ধর্মব্যবসা শেখ হাসিনার কৌশলের কাছে অকার্যকর

প্রকাশ: ২০১৭-০৪-১৮ ১৫:০৬:৪৩


Hasan Mahmudশেখ হাসিনার কার্যকর ভূমিকা ও কৌশলের কারণে বিএনপির ধর্ম নিয়ে ব্যবসা অকার্যর হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি এতদিন ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করেছে। শেখ হাসিনার কার্যকর কৌশলের কারণে বিএনপির সকল বিভ্রান্তি ও অপপ্রচার অকার্যকর হয়ে গেছে।

তিনি বলেন, ধর্মান্ধতা, কূপমণ্ডুকতা ও জঙ্গিবাদের ইন্ধনদাতা বেগম খালেদা জিয়া। তাদের সব ধরনের ষড়যন্ত্রকে পরিহার করার জন্য প্রগতিশীল নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ড. হাছান।

আওয়ামী লীগ হেফাজতকে কাছে টানছে- বিএনপির এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ড. হাছান মাহমুদ বলেন, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কমিটির সঙ্গে আলোচনা করা হয়েছে, হেফাজতকে নিয়ে নয়। আহমদ শফি কওমি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান। তাই তিনি আলোচনায় অংশ নিয়েছেন। কওমি মাদ্রাসার ছাত্ররা যাতে বেকার না হয়ে পড়ে সেই লক্ষ্যে আমরা কওমি মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়নের চিন্তা করছি।

আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, মুজিবনগর সরকারকে অস্বীকার করা মানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। বিএনপি মুজিবনগর দিবস পালন না করে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করছে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য জহিরুল আলম, লিয়াকত আলী প্রমুখ।