‘ইস্টার’ উৎসবে ট্রাম্পকে গুঁতো মেলানিয়ার! (ভিডিও)
প্রকাশ: ২০১৭-০৪-১৮ ১৮:২১:১৬
https://youtu.be/5_GaDLPUFRU
জাতীয় সঙ্গীত চলাকালীন অন্যমনস্ক ডোনাল্ড ট্রাম্প। সকলের সামনে গুঁতো মেরে তাঁর মনযোগ ফেরালেন স্ত্রী মেলানিয়া। সোমবার মন্ত্রী–আমলা ও সাধারণ মানুষের সঙ্গে হোয়াইট হাউসে ইস্টার এগ রোল পালন করছিল আমেরিকার ‘ফার্স্ট ফ্যামিলি। ছেলে ব্যারণ ও ফার্স্ট লেডিকে নিয়ে হাজির ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজানোর নিয়ম। গান চলাকালীন বুকে হাত রেখে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান দেখা হয় সকলকে।
প্রথা মতো ট্রুম্যান ব্যালকনিতে মেলানিয়া ও ব্যারন বুকে হাত রেখে দাঁড়ান। কিন্তু অন্যমনস্ক ট্রাম্প তা করতে ভুলে যান। সেদিকে নজর পড়তেই স্বামীর হাতে গুঁতো মারেন মেলানিয়া। সম্বিত ফিরে পেয়ে সঙ্গে সঙ্গে বুকে হাত রেখে দাঁড়ান তিনি। সোশ্যাল মিডিয়াল দৌলতে স্ত্রীর কাছে মার্কিন প্রেসিডেন্টের গুঁতো খাওয়ার ভিডিও ছড়িয়ে পড়তে দেরি হয়নি। জাতীয় সঙ্গীত চলাকালীন প্রেসিডেন্টের এমন আচরণের সমালোচনা করেছেন অনেকে।
এদিকে ট্রাম্পের অভিবাসন নীতি টেনে মস্করাও করেছেন কেউ কেউ। স্লোভেনিয়া থেকে আসা মেলানিয়াকে উল্লেখ করে একজন বলেছেন, ‘অভিবাসীরা সবসময় ঠিক কাজ করেন। যেমন ধরুন, জাতীয় সঙ্গীতের প্রতি প্রেসিডেন্টের মনযোগ টানা। ’ খারাপ আবহাওয়ায় ভিজে মাটিতে ইস্টার এগ রোল খেলতে অসুবিধা হচ্ছিল বলে, ১৮৭৮ সালে প্রথম সাধারণ মানুষের জন্য হোয়াইট হাউসের দরজা খুলে দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রাদারফোর্ড বি হেজ। সেই থেকে সকলের সঙ্গে হোয়াইট হাউসে ইস্টার এগ রোল পালনের শুরু। গোয়েন্দা সূত্রে হোয়াইট হাউসে নাশকতার ছক রয়েছে বলে জানা গিয়েছিল। তাই এ বছরের অনুষ্ঠান ঘিরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সূত্র: আজকাল।