ক্যালিফোর্নিয়ার ফ্রেসনোতে বন্দুকধারীর গুলি, ৩ জন নিহত
প্রকাশ: ২০১৭-০৪-১৯ ১৯:০৯:৩৬
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো এলাকায় এক বন্দুকধারীর গুলিতে ৩জন নিহত হয়েছে। স্থানীয় সময় সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর রয়টার্স।
স্থানীয় পত্রিকার সূত্র দিয়ে রয়টার্স জানিয়েছে, বন্দুকধারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে গত রবিবারের গুলির ঘটনায় সে জড়িত থাকতে পারে।
নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। উল্লেখ্য, ফ্রেসনো সান ফ্রান্সিসকো থেকে ১৭০ কিলোমিটার দূরে ক্যালিফোর্নিয়ার একটি কৃষি এলাকা।