জিম্মি করে মুক্তিপণ আদায় চক্রের ৩ সদস্য আটক
প্রকাশ: ২০১৭-০৪-২৫ ১২:২৭:২৭
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশিদের জিম্মি করে তাদের পরিবারের কাছে মুক্তিপণ আদায়কারী চক্রের তিন সদস্যকে আটক করেছে সিআইডি। মাদারীপুরের শিবচর থেকে তাদের আটক করা হয়েছে বলে জানান সিআইডি। তবে আটক তিনজনের নাম-পরিচয় জানানো হয়নি।
সিআইডির বিশেষ অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম জানান, আটক এই তিন ব্যক্তি লিবিয়ায় বাংলাদেশিদের অপহরণ করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করেছে।
তিনি আরও বলেন, ব্যাংক এবং বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিত তারা। তাদের বিরুদ্ধে একটি মানি লন্ডারিং মামলা দায়ের করা হয়েছে।