চাঁপাইনবাবগঞ্জে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে পুলিশ

প্রকাশ: ২০১৭-০৪-২৬ ১০:৪৬:০৪


Chapai_Mapশিবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা ও র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গি আস্তানা সন্দেহে বুধবার রাত আনুমানিক ৩টা থেকে উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে জেন্ট বিশ্বাসের বাড়িটি ঘিরে রেখেছে। জঙ্গিরা ভেতর থেকে বোমা ও গুলি ছুঁড়ছে। প্রশাসনের পক্ষ থেকে এলাকায় ১৪৪ধারা জারি করা হয়েছে।
মোহন, সালামসহ তিনজনকে আটক করেছে প্রশাসন। ভেতরে চার জঙ্গি অবস্থান করছে বলে ধারণা করছে প্রশাসন।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মুজাহিদুল ইসলাম জানান, সকাল পৌনে ৮টার দিকে ঐ বাড়িটির ভেতর থেকে প্রশাসনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপরেই নিশ্চিত হওয়া যায় যে ঐ বাড়িতে জঙ্গি বা সন্ত্রাসী অবস্থান করছে। নিরাপত্তার স্বার্থে বাড়ির আশেপাশে কাউকে যেতে দিচ্ছে না পুলিশ।
তিনি আরো জানান, জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান শুরু করবে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।
শিবগঞ্জ থানার প্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম হাবিব জানান, জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে।