সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৪০.৪ ডিগ্রি সে.
প্রকাশ: ২০১৭-০৪-২৭ ১৭:০৮:৫৪
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে রাজশাহীতে। রাজশাহীর পরে রয়েছে খুলনা। আর সবচেয়ে কম তাপমাত্রা সিলেটে।
বৃহস্পতিবার দুপুর ১টায় আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্য থেকে জানা যায়, তাপমাত্রা রাজশাহীতে সর্বোচ্চ ৪০.৪ ডিগ্রি সে., সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সে., খুলনায় সর্বোচ্চ ৩৯.২ ডিগ্রি সে., সর্বনিম্ন ২৬.৩ ডিগ্রি সে.।
ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৩ ডিগ্রি সে., সর্বনিম্ন ২৫.৭ ডিগ্রি সে.। বরিশালে সর্বোচ্চ ৩৭.৫ ডিগ্রি সে., সর্বনিম্ন ২৪.৭ ডিগ্রি সে.। রংপুরে সর্বোচ্চ ৩৫.৩ ডিগ্রি সে., সর্বনিম্ন ২৪.৩ ডিগ্রি সে.।
চট্টগ্রামে সর্বোচ্চ ২৯.৬ ডিগ্রি সে., সর্বনিম্ন ২৫.৪ ডিগ্রি সে.। সিলেটে সর্বোচ্চ ২৯.৫ ডিগ্রি সে., সর্বনিম্ন ২৩.৩ ডিগ্রি সে.। ময়মনসিংহে সর্বোচ্চ ৩৪.৬ ডিগ্রি সে., সর্বনিম্ন ২৫.১ ডিগ্রি সে.।
বুধবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, রাজশাহী, পাবনা, দিনাজপুর, সাতক্ষীরা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় তা বিস্তার লাভ করতে পারে।