‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের দিন দূরে নয়’

প্রকাশ: ২০১৭-০৪-২৯ ১৮:৫৯:৪২


Damশিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা সব ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেদিন আর দূরে নয়, যে দিনের স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

রাজধানী পিআইবি অডিটোরিয়ামে ডামুড্যা উপজেলা যুব কল্যান ট্রাস্ট, ঢাকা আয়োজিত এক সংবধর্না অনুষ্ঠানে গতকাল শুক্রবার এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। ২০১৬ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষায় এ প্লাস, গোল্ডেন এ প্লাস প্রাপ্ত ৫২ জন শিক্ষার্থীকে সংবধর্না ও মেধা বৃত্তি দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইসঙ্গে উপজেলার কৃতি সন্তান মহান ভাষা সৈনিক চৌধুরৗ মুজিবুর রহমানকে আজীবন সম্মাননাও প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, আজ যারা মেধা বৃত্তি পেল, তারাই একদিন এই দেশের ভাবমূর্তি উজ্জল করবে। দেশ পরিচালনায় এগিয়ে আসবে। বর্তমান প্রজন্মের জয় গান দেখে, মাঝে আরও শত বছর বাঁচতে ইচ্ছে হয়।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশের আজ উন্নয়নের মহাসড়কে। এমন কোনো সেক্টর নেই, যেখানে উন্নয়ন হয়নি। শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আর কাউকে ভাত দে, পানি দে, নইলে গদি ছাউরা দে বলে রাস্তায় নামতে হয় না।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আসাদুজ্জামান আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ট্রাস্টের প্রধান উপদেষ্টা ও ইয়াং বাংলার আহ্বায়ক নাহিম রাজ্জাক, কবি কাজী রোজী, শিক্ষাবিদ প্রফেসর ড. তোফাজ্জল হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জাকির আহাম্মদ, ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, গণ আজাদী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ খান।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীসহ অন্যান্য অতিথিরা সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও মেধা বৃত্তির নগদ অর্থ তুলে দেন।

মেধা বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন-

চরমাল গাঁও উচ্চ বিদ্যালয়ের খাদিজা কামাল অথৈ, মাহফুজা রহমান মিশু, ইসরাত জাহার সাথী, মোসা. নিপা; কনেশ্বর এস.সি এডওয়ার্ড ইনস্টিটিউশনের জান্নাত আখি, মেহেরিন জাহান স্বপ্না, উমায়দা তাসকিন জয়া, ঝুমুর আক্তার, আফরিন জাহান নিশাত, মরিয়ম আক্তার পায়েল, নুসরাত জাহান, মারিয়া রহমান মিম, আশ্রাফুন্নেছা কলি; শিধুলকুড়া উচ্চ বিদ্যালয়ের সাব্বির হোসেন; আলহাজ্ব ঈমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের ফাহমিদা তাসনীম, মো. ছমির হোসেন, ফারিহা জাহান তরু, এসএম রওনক, ইমরাত জাহান জেরিন, রবিন, সাদিকা মাহমুদ; মুসলিম পাইলট উচ্চ বিদ্যালয়ের জাহিদুল ইসলাম রিয়াদ, মো. আশরাফুল ইসলাম রিফাদ, হৃদয়, মুহিউদ্দিন আশিকুজ্জামান, ইমাম আহমেদ, রাবেয়া সুলতানা শান্ত, তানজিয়া বর্ষা; রুল আমান উচ্চ বিদ্যালয়ের সামান্ত ইয়াসমিন, দীপা পাল, ইফা, স্বর্ণপাল, আখি, স্বপ্না, ইভা; ডামুড্যা মহিলা দাখিল মাদ্রাসার ইভা, রিয়া, ঝুমা, সুমাইয়া; পূর্ব ডামুড্যা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শাকিলা খানম, তানভিন জাহান, আফরিন জাহান প্রান্তি, সাকিব হাসান; পূর্ব ডামুড্যা হাওলাদার বাজার দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার নুসরাত, নুরুন নাহার; ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার নুসরাত ইসলাম ঋতু; মনিপুর উচ্চ বিদ্যালয়ের সাজ্জাদ হোসেন সেতু; শেরেবাংলা নগর গভ. উচ্চ বিদ্যালয়ের রিদওয়ানুল রহমান রাফি; সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের মো. মাহফুজুর রহমান; ইসলামিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের মো. আব্দুর রাজ্জাক।

সানিবিড/এসএস