মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার নির্দেশ ছাত্রলীগ সভাপতির

প্রকাশ: ২০১৭-০৫-০২ ১৯:৪৫:৫৫


Sohagসর্বনাশা মাদকের বিরুদ্ধে ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মীদের সোচ্চার হওয়ার নির্দের্শ দিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। তিনি বলেন, সর্বনাশা মাদকের ছোবল সর্বত্র। দেশের মেধাবী ছাত্র ও যুব সমাজকে বাঁচাতে ছাত্রলীগ ইতোমধ্যে যুদ্ধ ঘোষণা করেছে। জেলা-উপজেলাসহ সর্বস্তরের নেতা-কর্মীদের এ ব্যাপারে সোচ্চার হতে হবে।

মঙ্গলবার কক্সবাজারে ছাত্রলীগের এক কর্মী সভায় ছাত্রলীগ সভাপতি এ কথা বলেন। আগামী ৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার জনসভা সফল করার লক্ষ্যে কক্সবাজার জেলা ছাত্রলীগ এ কর্মী সভার আয়োজন করে। এ সময় সাইফুর রহমান সোহাগ বলেন, ছাত্রলীগের কোনো কর্মী যাতে মাদকের সঙ্গে সর্ম্পৃক্ত হতে না পারে সেজন্য সবসময় সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, কক্সবাজারের প্রত্যেক ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার ছাত্রলীগকে শক্তিশালী হতে হবে। এতে যথাক্রমে উপজেলা, জেলা কেন্দ্রীয় ছাত্রলীগ শক্তিশালী হবে। এরই মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। বাংলাদেশ শক্তিশালী হবে। বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।

ছাত্রলীগ সভাপতি বলেন, কক্সবাজারকে প্রধানমন্ত্রী দু’হাত ভরে দিয়েছেন। ছাত্রলীগের দায়িত্ব আগামী নির্বাচনে কক্সবাজারের চারটি আসনই শেখ হাসিনাকে উপহার দেয়া। আর সেই অনুযায়ী এখন থেকেই ছাত্রলীগকে কাজ করতে হবে।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতেহাক আহম্মেদ জয়ের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন তামিমের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মজিবুর রহমান চেয়ারম্যান, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সায়মন সরোয়ার কমল, ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক দেলোয়ার সাহাজাদা প্রমুখ।