মিশ্র প্রবণতায় চলছে লেনদেন
প্রকাশ: ২০১৭-০৫-০৩ ১৩:২০:২১
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। আজ বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৬১ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষনে দেখা যায়, এই সময়ে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০০টি কোম্পানিন শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির শেয়ার দর।
ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ১৬ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক শুন্য দশমিক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ২৭৪ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৯ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭৩ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ১৮০ পয়েন্টে অবস্থান করছে। এ সময়ের মধ্যে সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৭১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।