একটি মানুষও গৃহহীন থাকবে না’

প্রকাশ: ২০১৭-০৫-০৩ ১৬:১৫:৪৮


Hasinaপ্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাতটি জেলায় ১১টি গুচ্ছগ্রাম উদ্বোধন করে বলেছেন, এ সরকার দেশের সকল মানুষের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। গুচ্ছগ্রাম উদ্ধোধনকালে তিনি বলেছেন, আমাদের লক্ষ্য হচ্ছে- দেশে আর একটি মানুষও গৃহহীন থাকবে না। সবার জন্য মাথা গোঁজার ঠাই নিশ্চিত করা হবে, অন্তত একটি করে টিনের ঘর হলেও আমরা করে দেব।
শেখ হাসিনা আজ বুধবার গুচ্ছগ্রাম প্রকল্পের উদ্বোধনকালে একথা বলেন। সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশব্যাপী এই প্রকল্পের উদ্বোধন করেন।
শেখ হাসিনা বলেন, জাতি ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে।