আজান ইসলামের অঙ্গ, লাউডস্পিকার নয়: হরিয়ানা হাইকোর্ট
প্রকাশ: ২০১৭-০৫-০৩ ১৯:০৯:১০
আজান ইসলামের অঙ্গ। কিন্তু লাউডস্পিকার নয়। আজানে লাউডস্পিকারের ব্যবহার নিয়ে এমনই মন্তব্য করেছেন পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট।
সম্প্রতি আজান বিতর্ক নিয়ে বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন আস মহম্মদ নামে এক ব্যক্তি। ওই মামলায় আস মহম্মদ দাবি করেন, আজানের টুইটে ‘গুন্ডাগর্দি’ শব্দ ব্যবহার করে ইসলামকে অপমান করেছেন সোনু নিগম। বলিউডের ওই গায়কের টুইট ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলেও অভিযোগ করেন তিনি।
এরপরই আদালতে জানিয়েছে, সস্তা প্রচার পাওয়ার জন্যই দায়ের করা হয়েছে অভিযোগ। আজান নিয়ে সোনু যা বলেছেন, সেখানে ‘গুন্ডাগর্দি’ শব্দটি কোনও ধর্মের বিরুদ্ধেই বলেননি। তা আজানের সঙ্গে সম্পর্কিতও নয়। বরং লাউডস্পিকারের বিরুদ্ধেই সরব হয়েছেন তিনি। এ ব্যাপারে আদালতের আরও জানায়, ইসলামিক রীতির অঙ্গ হল আজান। কিন্তু লাউডস্পিকার নয়।
উল্লেখ্য, সম্প্রতি লাউডস্পিকারের শব্দে ঘুম ভাঙা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম। ওই টুইটের বিরোধিতা করতে গিয়ে এক বাঙালি মৌলভী সোনুর বিরুদ্ধে ফতোয়াও জারি করেন। মাথা ন্যাড়া করে সনুকে ছেঁড়া জুতার মালা পরিয়ে রাস্তায় ঘোরালে ১০ লাখ পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি। ফতোয়ার বিরোধিতা করতে গিয়ে নিজের মাথা নিজেই ন্যাড়া করে ফেলেন সোনু।
সূত্র: কলকাতা২৪