এসএসসির ফল জানতে ক্লিক করুন

আপডেট: ২০১৭-০৫-০৪ ১২:৫১:০৮


SSCএসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ। শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর দুপুর ২টা থেকে আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা বোর্ড দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের ফল ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) পাওয়া যাবে। এ ছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে এসএমএস করেও ফল পাওয়া যাবে।

এসএসসির ফল পেতে SSC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2017 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে। (উদাহরণ: SSC DHA 123456 2017)।

আর মাদ্রাসা বোর্ডের জন্য DAKHIL স্পেস MAD স্পেস 2017 লিখে 16222 ও কারিগরি বোর্ডের জন্য SSC স্পেস TEC স্পেস 2017 লিখে 16222 পাঠালে ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

রেজাল্ট দেখতে ক্লিক করুন