মেয়েরা সবসময় ভালো রেজাল্ট করে
প্রকাশ: ২০১৭-০৫-০৪ ১২:৪৬:৩৭
’প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা পাস করেছে তাদের ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানাই। আর যারা পাস করতে পারেনি তাদের মন খারাপ করার কিছু নেই। আগামীতে ভালো প্রস্তুতি নিতে হবে যাতে তোমরা পাস করতে পারো।
তিনি আরও বলেন, ‘মেয়েরা সবসময় পরীক্ষায় ভালো রেজাল্ট করে। ছেলেদের আরও ভালো করতে হবে। আমাদের ছেলেরা অত্যন্ত মেধাবী। একটু মনোযোগী হলে তারা ভালো ফল করতে পারবে।’
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার কাছে ১০ শিক্ষা বোর্ডের ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের পাসের হার ৮০.৩৫ শতাংশ। মেয়েদের পাসের হার ছেলেদের তুলনায় বেশি।
২০১৬ সালে পাসের হার ছিল ৮৮.২৩ শতাংশ।