বরিশাল বোর্ডেও পাশের হার তুলনামূলক কম

প্রকাশ: ২০১৭-০৫-০৪ ১৮:১৬:৩৭


SSCবরিশাল শিক্ষা বোর্ডে এবারও পাসের হার কমেছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এবার এই বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ২৪ শতাংশ, যা গত বছর ছিল ৭৯ দশমিক ৪১ শতাংশ। যা গত বছরের তুলনায় ২ দশমিক ১৭ শতাংশ কম।

এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৮৮ জন শিক্ষার্থী। গেল বছরের চেয়ে ৮২৫ জন জিপিএ-৫ কম পেয়েছে।

বৃহস্পতিবাপর বেলা ১১টায় ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ আনোয়ারুল আজিম।

এদিকে বরিশাল শিক্ষাবোর্ডের অধীন বানারীপাড়া উপজেলার এম এস এম মাধ্যমিক বিদ্যালয় ও ভোলার লালমোহনের বালুরচর দালাল বাজার মাধ্যমিক বিদ্যালয়ে  পাশের হার শূন্য রয়েছে। এ দুই স্কুল থেকে ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ পাশ করেনি।

মোট পরীক্ষার্থী ৯৩৬৭৬ জন শিক্ষার্থী তন্মধ্যে পাশ করেছে ৭২৩৫৮ জন শিক্ষার্থী। মোট জিপিএ ৫ পেয়েছে ২২৮৮ জন শিক্ষার্থী।

এবং সারাদেশের ১০ টি শিক্ষাবোর্ডে পাশেন হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। গত বছরে এই হার ছিল  ৮৮ দশমিক ২৩ শতাংশ। অর্থাৎ এবার সারাদেশে পাশের হার ৭ দশমিক ৯৪ শতাংশ কমেছে।

সানবিডি/ঢাকা/অনিক/এসএস