এরশাদের ৫৭ দলের জোট ঘোষণা আজ
প্রকাশ: ২০১৭-০৫-০৭ ১২:৩১:০৪
জাতীয় পার্টির নেতৃত্বে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আজ রোববার। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ জোট করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
জাতীয় প্রেসক্লাবে আজ আনুষ্ঠানিকভাবে ৫৭ দলের এই ‘সম্মিলিত জাতীয় জোট’-এর ঘোষণা দেবেন তিনি। লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দার আলী মনির নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) ও জাতীয় ইসলামী মহাজোট এতে থাকছে। এ ছাড়া ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিসসহ আরো কয়েকটি ধর্মভিত্তিক দল এতে যোগ দিতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সংখ্যার বিচারে অনেক দল নিয়ে এরশাদ আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প একটি জোট গঠন করতে চললেও এর সফলতা নিয়ে প্রশ্ন আছে। কারণ এখনো তিনি সরকারে আছেন।
জানতে চাইলে চরমোনাই পীরের নেতৃত্বাধীন সংগঠন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘এরশাদ সাহেব একসময় রাষ্ট্রপতি ছিলেন। তার বয়স হয়েছে। চারপাশের লোকজন তাকে সঠিক পরামর্শ দিচ্ছেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। এ জন্য তিনি সিদ্ধান্তহীনতায় ভোগেন। এই নতুন জোটের সফলতা নিয়ে প্রশ্ন আছে। ’
দলীয় সূত্রে জানা গেছে, এ জোটের কেউ এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। ৫৭ দলের লিয়াজোঁ কমিটি কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়ন বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেবে। এই লিয়াজোঁ কমিটির সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন এরশাদের প্রেস সেক্রেটারি ও দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়। কমিটিতে শরিক দলগুলোর মহাসচিবরা থাকবেন সদস্য হিসেবে। নতুন জোটের চেয়ারম্যান হচ্ছেন এইচ এম এরশাদ। আর মুখপাত্রের দায়িত্বে থাকবেন রুহুল আমিন হাওলাদার। গত শুক্রবার জাতীয় পার্টির মহাসচিবের গুলশানের বাসায় এক সভা থেকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।