‘মতপ্রকাশের সুরক্ষার দিতে ব্যর্থ সরকার গণমাধ্যমের বাক স্বাধীনতা খর্ব করছে’

প্রকাশ: ২০১৭-০৫-০৭ ১৩:০৩:৪৯


AIবাংলাদেশের তথ্য-প্রযুক্তি আইনের কঠোর সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনের বলা হয়েছে, দেশটির সরকার নাগরিকদের স্বাধীনভাবে মতপ্রকাশের সুরক্ষা দিতে ব্যর্থতার পাশাপাশি বাক স্বাধীনতা খর্ব করছে।
সংস্থাটি বলছে, বাংলাদেশের গণমাধ্যমের সদস্যরা পুলিশ ও সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী উভয়ের আক্রমণের শিকার হচ্ছেন।
এই গবেষণার নেতৃত্বে ছিলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক ওলফ ব্লকভিস্ট। ‘ভয় আর দমন-পীড়নের ফাঁদে বাংলাদেশে বিরুদ্ধ মত’ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হামলা ও রাষ্ট্রের দমন-পীড়নে ধর্মনিরপেক্ষ গোষ্ঠী এখানে নীরবতা পালন করছে। সরকার তাদের সুরক্ষা দেয়ার বদলে উল্টো নানা কৌশল ও আইনের বেড়াজালে বাক স্বাধীনতার পথ রুদ্ধ করে চলেছে।

হামলা ও হুমকির মুখে পড়া ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট, সাংবাদিকদের সুরক্ষা দেওয়ার বদলে তাদের দায়ী করে বাংলাদেশ সরকার উল্টো অপরাধীদের মদদ জোগাচ্ছে বলে অভিযোগ করেছে অ্যামনেস্টি।