মেসি নন! তাহলে কে তিনি?
প্রকাশ: ২০১৭-০৫-০৯ ১০:৫৭:২৩
ভাল করে দেখুন, বার্সা তারকার সঙ্গে এর কোন পার্থক্য বোঝা যায় কি না? অনেকে এভাবেই ইরানিয়ান ছাত্র রেজা পরসতেশকে মেসির সঙ্গে গুলিয়ে ফেলেন। বার্সেলোনার জার্সি গায়ে এলএম টেনের কায়দাতেই হেঁটে চলে বেড়ান তিনি। আর মেসি ভক্তরা দুধের সাধ ঘোলে মেটানোর মতো সেই ছাত্রের সঙ্গেই দেদার সেলফি তোলেন।
মেসির মতো দেখতে বলে স্থানীয়দের মধ্যে তিনি যেমন জনপ্রিয়, তেমনই এবার আর্জেন্টাইন তারকার জন্য বিপাকে পড়তে হল তাকে। একটুর জন্য জেলে যেতে যেতে বাঁচলেন তিনি।
গত সপ্তাহের ঘটনা। হামেনডানের ওয়েস্টার্ন সিটিতে রেজাকে রাস্তায় দেখেই আশপাশ থেকে একঝাঁক মেসি ভক্ত ছুটে আসেন। তার গাড়ি দাঁড় করিয়ে তার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। আর তাতেই ঘটল বিপত্তি। সেলফির চক্করে রাস্তায় জানজট তৈরি হয়। পিছনে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। পরিস্থিতি সামলাতে হাজির হয় পুলিশ। রেজার গাড়িটি বাজেয়াপ্ত করে শেষমেশ ট্রাফিক নিয়ন্ত্রণে আনা হয়।
মেসির সঙ্গে মুখের হুবহু মিল থাকায় এর আগেও নানা কাণ্ড ঘটেছে রেজাকে নিয়ে। এক সংবাদমাধ্যম একবার ভুল করে মেসির ছবি পোস্ট করতে গিয়ে রেজার ছবি টুইটারে পোস্ট করে দিয়েছিল। বার্সেলোনার জার্সি গায়ে নানা পোজে ছবি রয়েছে রেজার। তার ফুটবলপাগল বাবাই একবার জোর করে ওই জার্সি গায়ে ছেলেকে ছবি তুলিয়েছিলেন। তারপরই একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা থেকে ইন্টারভিউয়ের ডাক আসে। এভাবেই ক্রমে জনপ্রিয় হয়ে উঠেছেন। এখন তো হেয়ার স্টাইল থেকে হাঁটার কায়দা, সবকিছুতেই পুরোদস্তুর মেসি ছাপ। মডেলিংয়েও সুযোগ এসেছে। ‘ইরানিয়ান মেসি’ নামে পরিচিত রেজা বলছেন, “আমাকে সামনে দেখে অনেকেই মেসিকে দেখার স্বাদ পূরণ করেন। তাদের মুখে হাসি ফোটাতে পেরে ভাল লাগে। ”