ছাত্রলীগের নতুন কমিটিকে বরণ করল সাবেক নেতাকর্মীরা

প্রকাশ: ২০১৭-০৫-১১ ১৭:৫৩:১১


JKKNIUজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নব গঠিত কমিটি কে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের নেতা কর্মীরা ।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে নব গঠিত কমিটির সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিব হাসান রাকিব সহ ১৪ সদস্য কমিটি কে বরণ করে নেওয়া হয় । নতুন সভাপতি কে ফুল দিয়ে বরণ করেন বিদায়ী সভাপতি ছাব্বির আহমেদ ও নতুন নির্বাচিত সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবকে বরণ করে নেন বিদায়ী সাধারণ সম্পাদক আপেল মাহমুদ। ফুল নিয়ে বরণ শেষে নবগঠিত কমিটিকে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইব্রাহীম খলিল শান্ত, সাবেক সভাপতি জাকিবুল হাসান রনি, সদ্য বিদায়ী সভাপতি ছাব্বির আহমেদ।

এছাড়াও বিএনপি , জামাত শিবির মুক্ত বিশ্ববিদ্যালয় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে বক্তব্য প্রদান করেন নব নির্বাচিত সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব।

উক্ত বরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিদায়ী সাবেক সাধারণ সম্পাদক আপেল মাহমুদ।

সানবিডি/ঢাকা/আজিজার/এসএস