বিশ্বের ৯৯ দেশে একযোগে সাইবার হামলা

প্রকাশ: ২০১৭-০৫-১৩ ১০:৪৮:৪৪


Hack Siteবিশ্বের ৯৯টি দেশে একযোগে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে আক্রান্ত হয়েছে স্বাস্থ্য ও টেলিকমসহ বিভিন্ন খাতের বেশ কিছু বড় প্রতিষ্ঠানের নেটওয়ার্ক। হ্যাক হওয়া ওই সব নেটওয়ার্কগুলোতে একটি ম্যালওয়্যার কম্পিউটার স্ক্রিনে একটি বার্তা দিচ্ছে। পাশাপাশি কম্পিউটারের নিয়ন্ত্রণ ফিরে পেতে দাবি করা হয়েছে ৩০০ ডলার। খবর বিবিসি’র।

খবরে বলা হয়, এতে যুক্তরাজ্যের ১৬টি ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) সংস্থাকে আক্রমণ করা হয়েছে। ক্যাসপারেস্কি ল্যাবের প্রধান নিরাপত্তা গবেষক কার্ট বামগার্টনার বলেন, ক্ষতিগ্রস্ত মেশিনে ছয় ঘণ্টা টাকা দিতে হয় এবং প্রতি কয়েক ঘণ্টার জন্য মুক্তিপণ বেড়ে যায়।

এদিকে সাইবার সিকিউরিটি ফোর্স অব্যাভ বলছে, ৯৯টি দেশে ৭৫ হাজারেও বেশি হামলা হয়েছে। বেশিরভাগ হামলা হয়েয়ে রাশিয়া, ইউক্রেন এবং তাইওয়ানে।

শুক্রবার বাংলাদেশ সময় মধ্যরাত পর্যন্ত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, স্পেন, ইটালি, ভিয়েতনাম, তাইওয়ানসহ বিভিন্ন দেশে এ ‘র‌্যানসমওয়্যার’ ছড়িয়ে পড়ার খবর জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।