রমজান আইন ইসলাম বিরোধী বলে দাবি বেনজির কন্যার

প্রকাশ: ২০১৭-০৫-১৪ ১৬:২৮:১৮


vuttoপাকিস্তানের বিতর্কিত ‘এহ্তারাম-ই-রামাজান’ আইনের বিরুদ্ধে মুখ খুললেন পাকিস্তানের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর কন্যা বখতাওয়ার ভুট্টো-জারদারি। একাধিক টুইট করে তিনি ওই আইনটিকে ইসলামের পরিপন্থী বলে জানিয়েছেন।

উল্লেখ্য গত বুধবার পাক সেনেটে একটি ‘এহ্তারাম-ই-রামাজান’ আইনে সংশোধন করা হয়। সেখানে বলা হয় যে, রমজান চলাকালীন প্রকাশ্যে খাবার খেলে তিন মাসের জেল ও ৫ লক্ষ টাকার জরিমানা করা হবে।

এরপর নিজের টুইটে বখতাওয়ার ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, “প্রচণ্ড গরমে রমজানের নামে পানি ও খাবার না খেয়ে মারা পড়তে পারে মানুষ। এটা ইসলাম নয়। বাচ্চা ও বয়স্ক ব্যক্তিরা বা রোগীদের কি আমরা পানি খাবার জন্য গ্রেফতার করব। “

পাকিস্তান সরকারকে এক হাত নিয়ে এদিন ভুট্টো-কন্যা আরও বলেন যে, “পানি খেলে মানুষকে গ্রেফতার করা হবে অথচ নিরীহ মানুষকে যারা হত্যা করে সেই সন্ত্রাসবাদীরা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। “

পাকিস্তানের এই বিতর্কিত আইন নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে প্রতিবাদ। ধর্মের নাম নিরীহদের উপর অত্যাচার করা হচ্ছে বলে মত দিয়েছেন একাংশ বুদ্ধিজীবী।