সাঈদীর রিভিউ আবেদনের শুনানি চলছে
প্রকাশ: ২০১৭-০৫-১৫ ১১:০৩:১০
যুদ্ধাপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে উভয়পক্ষের আবেদনের শুনানি দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে।
সোমবার সকাল ০৯টা ০৮ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।
বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার।
দ্বিতীয় দিনের মতো রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে রবিবার প্রথম দিনে সাঈদীর পক্ষে শুনানি শেষ করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এরপর রাষ্ট্রপক্ষের শুনানি শুরু হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় পুনর্বহাল চেয়ে রাষ্ট্রপক্ষ আর সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ে দেওয়া আমৃত্যু কারাদণ্ড থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন জানিয়েছেন সাঈদী। ওই দুই আবেদনের শুনানি একসঙ্গে চলছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল-১। এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ২৮ মার্চ পৃথক দু’টি আপিল দাখিল করেন সাঈদী ও সরকারপক্ষ। পরে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেন সে সময়কার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ। এরপর একই বছরের ৩১ ডিসেম্বর আপিল মামলা দু’টির ৬১৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রায় পুনর্বিবেচনার আবেদন জানান সাঈদী ও রাষ্ট্রপক্ষ।