‘সাঈদীর ফাঁসি না হওয়ায় আমার দুঃখ রয়ে গেল’
প্রকাশ: ২০১৭-০৫-১৫ ১৩:১০:২১
যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসি না হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে আমার দুঃখ রয়ে গেল বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সোমবার উভয় পক্ষের রিভিউ আবেদন খারিজ করে সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল রাখার পর এক প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি।
এর আগে, উভয়পক্ষের শুনানি শেষে সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল রাখেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘মূলত প্রসিকিউশন ও তদন্ত সংস্থার ব্যর্থতার কারণে রিভিউ খারিজ করে দিয়েছেন আদালত। ’ তিনি আরও বলেন, ‘সাঈদীর যে দণ্ড হওয়ার কথা ছিল আদালত তা দিলেন না। সর্বোচ্চ আদালতের রায়ে আমার দুঃখ রয়ে গেল। ’