সূচকের উত্থানে চলছে লেনদেন
প্রকাশ: ২০১৭-০৫-১৬ ১২:৪৪:৩২
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার সূচকের উত্থানে চলছে লেনদেন। আজ বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৫৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ১০১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৩৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক শুন্য দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৮৫৪ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।