ভিকারুননিসায়ও পরীক্ষা নিয়ে ভর্তি

প্রকাশ: ২০১৭-০৫-১৬ ১৭:৫৩:১৮


Suprimeরাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ভর্তি নীতিমালা-২০১৭ এর কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রুলসহ এই আদেশ দেন। এর ফলে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ নিজস্ব নিয়মে অথাৎ ভর্তি পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী। তবে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

রুলে শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা ২০১৭ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আগামি চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কলেজ পরিদর্শকসহ চারজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে গত সোমবার রাজধানীর স্বনামধন্য তিন শিক্ষা প্রতিষ্ঠান নটর ডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ভর্তি নীতিমালার কার্যকারিতা ছয় মাসের স্থগিত করেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ। ফলে চলতি বছরে ভিকারুননিসা নুনসহ রাজধানীর চারটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজস্ব নীতিমালার আলোকে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করতে পারবে।

গত ৭ মে উচ্চ মাধ্যমিকে ভর্তির ক্ষেত্রে মেধা তালিকা অনুসরন করে ভর্তি নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এর পর ১০  মে ওই নীতিমালা অনুযায়ী ভিকারুননিসা কলেজে ভর্তি কার্যক্রম পরিচালনার  বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। এরই ধারাবাহিকতায় গতকাল ওই রিটের শুনানি নিয়ে রুলসহ আদেশ দেন হাইকোর্ট।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী ইউনুস আলী নিজেই। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি  জেনারেল অরবিন্দ রায়। আদেশের পর ইউনুস আলী সাংবাদিকদের বলেন, ১৯৬১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধ্যাদেশ অনুযায়ী দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে। বোর্ডের কাজ কী হবে তা অধ্যাদেশে ২, ৩, ১৮ ও ৩৯ ধারায় নির্ধারণ করে দেওয়া আছে। ওই ধারা অনুযায়ী ভর্তি ও পরিচালনা সংক্রান্ত বিষয় বোর্ড নির্ধারণ করবে। কিন্তু সরকার নীতিমালায় সেই ক্ষমতা বোর্ডকে দেয়নি। এ কারণে বিষয়টি হাইকোর্টে চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ রায় সাংবাদিকদের বলেন, শিক্ষা ভর্তির বিষয়টি ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের স্বার্থ সংশ্লিষ্ট। এটি জনস্বার্থ হতে পারে না। অথচ জনস্বার্থ উল্লেখ করে রিটটি করা হয়েছে। এ জন্য শিগগিরই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা হবে।