নেত্রকোনা পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আপডেট: ২০১৭-০৫-১৮ ১১:২৭:০১


Hasinaবন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করতে নেত্রকোনা পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারে করে খালিয়াজুড়ি উপজেলার খালিয়াজুড়ি ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করেন তিনি। বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নগর ইউনিয়নের বল্লভপুর গ্রামে অকাল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।
পরে প্রধানমন্ত্রী খালিয়াজুড়ি ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায়ও ভাষণ দেবেন। বিকালে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন।এবার বর্ষা মৌসুমের আগেই অতিবৃষ্টিতে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলের বিস্তৃত এলাকা প্লাবিত এবং বোরো ধানের মারাত্মক ক্ষতি হয়। এতে হাজার হাজার কৃষকের জীবন-জীবিকা ঝুঁকির মুখে পড়ে। বন্যায় সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

গত ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের সাল্লা উপজেলার হাওর এলাকা পরিদর্শন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ করেন। সূত: বাসস।