শ্যামপুরে চাচাতো ভাইকে জিম্মি করে কিশোরীকে ধর্ষণ
প্রকাশ: ২০১৭-০৫-১৮ ১৬:৩৪:১৭
রাজধানীর শ্যামপুর থানার জুরাইনে চাচাতো ভাইকে জিম্মি করে কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন বখাটেকে গ্রেফতার করেছে র্যাব। পরে তাদের শ্যামপুর থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতার বখাটেরা হল- দ্বীন ইসলাম ওরফে টুলু, হুমায়ুন ওরফে হুমা ও শামীম তালুকদার।
সোমবার রাতে ধর্ষণের শিকার ওই কিশোরীকে বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ওই কিশোরীর বাবা বাদী হয়ে শ্যামপুর থানায় মামলা করেছেন।
ওই কিশোরীর বাবার বরাত দিয়ে শ্যামপুর থানার এসআই ইদ্রিস আলী বুধবার রাতে যুগান্তরকে জানান, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওই কিশোরী তার চাচাতো ভাইকে নিয়ে ধোলাইখাল ফ্যাক্টরি গলিতে হালিম খেতে যায়। ফেরার পথে পশ্চিম শান্তিনিবাস এলাকায় বখাটে টুলু, হুমা, শামীম, দিল্লু ও রমজান তাদের আটক করে। ওই কিশোরী ও তার চাচাতো ভাইকে প্রেমিক-প্রেমিকা আখ্যা দিয়ে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে না পারলে দুজনকে বিয়ে পরিয়ে দেয়ার হুমকি দেয়। একপর্যায়ে চাচাতো ভাইকে আলাদা রেখে ওই কিশোরীকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় বখাটেরা। কিশোরীর অভিযোগ টুলু তাকে সেখানে ধর্ষণ করে।
ইদ্রিস আলী আরও জানান, ওই কিশোরীর চাচাতো ভাই ছাড়া পেয়ে বাসায় এসে বিষয়টি জানালে পরিবারের লোকজন গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে। পরে মঙ্গলবার কিশোরীর বাবা শ্যামপুর থানায় ওই পাঁচজনকে আসামি করে মামলা করেন। বিষয়টি জানতে পেরে র্যাব ১০-এর একটি দল তিন বখাটেকে গ্রেফতার করে পুলিশে হস্তান্তর করে।