উত্তরবঙ্গে পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত

প্রকাশ: ২০১৭-০৫-২৪ ১০:৩০:২১


Bus.Trackঅবশেষে ৭ দফা দাবিতে উত্তরাঞ্চলজুড়ে চলমান টানা ৭২ ঘণ্টার পণ্য পরিবহনে ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হয়েছে। ৫৩ ঘণ্টা পর এটা স্থগিত করা হলো।
উত্তরবঙ্গ ট্রাক, ট্রাংকলরি, কাভার্ড ভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করে জানান , সকাল থেকেই বগুড়া জেলা ও পুলিশ প্রশাসনের সাথে দফায় দফায় অলোচনা হয়। প্রশাসনের পক্ষ হতে ৭ দফা দাবি মেনে নেয়ার আশ্বাসের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১টায় কর্মসূূচি স্থগিত করা হয়েছে ।
গত ১৩ মে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষিত সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধসহ পরিবহনের বাম্পার, সাইড অ্যাঙ্গেল এবং হুক খোলার সরকারি আদেশ অবিলম্বে প্রত্যাহারসহ ৭ দফা দাবিতে উত্তরাঞ্চলের ১৬ জেলাজুড়ে রবিবার সকাল ৬টা হতে প্রথমে ৪৮ ঘণ্টা পণ্য পরিবহন ধর্মঘট শুরু করে উত্তরবঙ্গ ট্রাক, ট্রাংকলরি, কাভার্ড ভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ। কিন্তু তারপরও প্রশাসনের পক্ষ থেকে কোনো আলোচনা না করায় সোমবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ৪৮ ঘণ্টার ধর্মঘট আরো ২৪ ঘণ্টা বাড়িয়ে বুধবার সকাল ৬টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা পালনের সিদ্ধান্ত ঘোষণা করা হয় । ধর্মঘটের ফলে শত শত পণ্য বোঝাই ট্রাক , কাভার্ড ভ্যান ও পিকআপ আটকা পড়ে ।
স্টাফ রিপোর্টার রাজশাহী জানান, ১৬ জেলায় ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ধর্মঘটের ফলে ক্ষতির মুখে পড়েছে হাজার হাজার কৃষক।