সমাবেশের অনুমতি না পেয়ে বিক্ষোভের ঘোষণা বিএনপির

প্রকাশ: ২০১৭-০৫-২৪ ১৩:১৯:৪৭


ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঘোষিত জনসভার অনুমতি না পাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার দেশজুড়ে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দেশের প্রতিটি জেলা, মহানগর এবং ঢাকায় থানায় থানায় এই সমাবেশ হবে।

আজ বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, সরকার গণতন্ত্রকে নিজস্ব গতিতে চলতে না দিয়ে সভা-সমাবেশ, সমালোচনা সম্পূর্ণভাবে নিজেদের কব্জায় নিয়েছে। সরকারের পতনের সাইরেন বেজে গেছে। এই ভয়ে বিএনপিকে সোহরাওয়ার্দীতে জনসভা করার অনুমতি দেয়নি। জনসভা করতে না দেয়াও সরকারের পক্ষ থেকে এক ধরনের পুলিশি আক্রমণের শামিল।
প্রসঙ্গত, গত শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার কর্মসূচি দিয়েছিল বিএনপি। সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করে দলটি। কিন্তু সে আবেদনে সাড়া মেলেনি।