সাত মাস পর বাসায় ‘অপহৃত’ চিকিৎসক ইকবাল
প্রকাশ: ২০১৭-০৬-০১ ১২:১৪:০২
সাত মাস আগে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে ‘অপহৃত’ চিকিৎসক মুহাম্মদ ইকবাল মাহমুদ লক্ষ্মীপুরে তার বাসায় ফিরেছেন। বুধবার দিবাগত রাতে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের নতুন গো-হাটা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর সদর থানার ওসি লোকমান হোসেন জানান, রাত সাড়ে ১১ টার দিকে ইকবালকে চোখ বাঁধা অবস্থায় ঢাকা-রায়পুর সড়কের পাশে ফেলে যাওয়া হয়।
২০১৬ সালের ১৫ অক্টোবর রাতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির মোড় থেকে ইকবাল মাহমুদ অপহৃত হন। বলে পরিবার দাবি করে। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা মুক্তিযোদ্ধা একেএম নুরুল আলম।
ডা. ইকবাল মাহমুদ লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোডের বাসিন্দা মুক্তিযোদ্ধা একেএম নুরুল আলমের ছেলে। তিনি মহাখালীতে স্বাস্থ্য বিভাগে কর্মরত ছিলেন।