ইসলামী ব্যাংকের পরিচালক হচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু
আপডেট: ২০১৭-০৬-০১ ১৩:২৭:০৫
দুই স্বতন্ত্র পরিচালক পদত্যাগ পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পুকে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ।
বুধবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর তার নিয়োগ কার্যকর হবে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান বলেন, দুই জন পরিচালকের পদত্যাগপত্র গ্রহণ করেছে পর্ষদ সভা। এখন বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির অনুমোদন পেলে সেটি কার্যকর হবে। অন্যদিকে নতুন করে একজনকে স্বতন্ত্র পরিচালক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি হলেন- দুদকের সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু।
এদিকে বিষয়টি জানতে পেরেছে জানিয়েছেন সাহাবুদ্দিন চুপ্পু। আগে গত ২৩শে মে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) দুই পরিচালককে অপসারণের দাবি জানান উপস্থিত শেয়ারহোল্ডাররা। এজিএম শেষে অনুষ্ঠিত বোর্ড সভায় সৈয়দ আহসানুল আলমকে ভাইস চেয়ারম্যান এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আবদুল মাবুদ পিপিএমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। তবে তারা তারা স্বতন্ত্র পরিচালক থাকবেন বলে জানান চেয়ারম্যান। এরপর গত ২৫ মে ব্যক্তিগত কারণ দেখিয়ে চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র পাঠান ওই দুই পরিচালক। বুধবার বোর্ড সভায় তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।