জাবিতে সুবিধাবঞ্চিত ১০০ শিশুকে নিয়ে ‘তরী’র ইফতার
প্রকাশ: ২০১৭-০৬-০৭ ১০:০৩:২২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত একশ’ শিশুকে নিয়ে ইফতার করেছে সামাজিক সংগঠন তরী। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তরীর স্বেচ্ছাসেবকরা সংগঠনের শিক্ষার্থী সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নিয়ে একসাথে ইফতার করেন। ইফতারের আয়োজনে তরীর বেশ কয়েকজন সাবেক স্বেচ্ছাসেবক এবং সুবিধাবঞ্চিত শিশুদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
ক্যাম্পাসের আশেপাশের পথ শিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের স্বেচ্ছাসেবায় পড়ায় জাবি শিক্ষার্থীদের এ সংগঠনটি। ২০০৮ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশুদের পড়ানোর দায়িত্ব পালন করছে সংগঠনটি। বর্তমানে সংগঠনটিতে বিভিন্ন ক্লাসে ১২০ জন শিশু শিক্ষার্থী রয়েছে। প্রতি শনি, সোম, বুধবার সপ্তাহে তিনদিন সংগঠনটির প্রায় ২০-৩০ জন স্বেচ্ছাসেবী শিক্ষক বিনামূল্যে পড়ান শিশুদের। সপ্তাহে এই তিনদিন বিকেল বেলা গাছতলাতেই চলে পাঠদান। স্বেচ্ছাসেবী শিক্ষকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। পড়ানোর পাশাপাশি বছরের বিভিন্ন সময় শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, পিকনিক, বনভোজন সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে শিশুদের বিভিন্ন শিক্ষা উপকরণ ও নাশতা সরবরাহ করার চেষ্টা করা হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক রায়হান এইচ মিল্টন জানান, শিশুদের নিয়ে এসব আয়োজনের ব্যয় সংগঠনের সাবেক ও বর্তমান সদস্য এবং বিভিন্নজনের করা দানের টাকা থেকে সরবরাহ করা হয়। তবে শিক্ষকরা কোন পারিশ্রমিক নেন না সংগঠন থেকে।
সানবিডি/ঢাকা/কবির/এসএস